Cefepime

Anonymous
0
Material: Cefepime 500 mg. IM / IV, 1 gm IM / IV and 2 gm Iv Injection.

Dimension and Usage: The levels and application paths indicated in adults and children are given below. Cefepime should be applied for 30 minutes in the application of I/V.

The place and the type of infection
Dimension

Medical care
Pneumonia from medium to severe type:
1 to 2 grams of Ivy per 10 hours in 12 hours
Patients of Fabrica nitropenic:
7 hours in 12 hours per 12 hours
Moderate to acute common and complex urinary tract infections, Pelonophilitis
500mg-1 gm IM / Ivy every 7 hours for 12 hours
Acute and complex urinary tract infections, Pelonophilitis
2 g iv
Every 12 hours
10 days
Moderate to severe general skin and soft collar infections
2 g iv
Every 12 hours
10 days
Complicated types of intraobodynamic infections
2 g iv
Every 12 hours
7-10 days

Dimensions for children (2 months to 16 years): Children should not exceed adult levels. Normal and complex urinary tract infections (pallonphritis), normal skin and soft tissue infection and pneumoniae level of 50 mg / kg / day 12 in every 12 hours, 50 mg / kg / kg for nitropenic patient, According to the time given during the 8 hours of the day and the top of the treatment cycle.



Cross-reactions: Those who are sensitive to the sephipem or cephalosporin group's antibiotic, penicillin and other bactericomic antibiotic.

Side effect: Encephalopathy, Myoconas and Caesar.

Response with other drugs: For the use of high amounts of amino glucoside drug with sephipime, it should be monitored for the adverse functioning of the adrenaline (Nephrotoxicity) or autotoxicity.

Use during pregnancy and during breastfeeding: Pregnancy category B. SafePeim is found in very small amounts of breast milk (0.5 microgram / ml) so be careful about this.

উপাদান : সেফিপাইম ৫০০ মি.গ্রা. আইএম/আইভি, ১ গ্রাম আইএম/আইভি এবং ২ গ্রাম আইভি ইঞ্জেকশন।

মাত্রা ও ব্যবহারবিধি : প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা এবং প্রয়োগ পথ নিম্নে দেয়া হলো। শিরাপথে প্রয়োগের ক্ষেত্রে সেফিপাইম ৩০ মিনিট ধরে প্রয়োগ করা উচিৎ।

ইনফেকশনের স্থান এবং ধরণ
মাত্রা

চিকিৎসাকাল
মাঝারি থেকে তীব্র ধরণের নিউমোনিয়া:
১-২ গ্রাম আইভি প্রতি ১২ ঘন্টায় ১০ দিন
ফেব্রাইল নিট্রোপেনিক এর রোগী:
২ গ্রাম আইভি প্রতি ১২ ঘন্টায় ৭ দিন
মাঝারি থেকে তীব্র সাধারন এবং জটিল মূত্রনালীর সংক্রমণ, পাইলোনেফ্রাইটিস
500mg-1 গ্রাম আইএম/ আইভি প্রতি ১২ ঘন্টায় ৭-১০ দিন
তীব্র সাধারন এবং জটিল মূত্রনালীর সংক্রমণ, পাইলোনেফ্রাইটিস
২ গ্রাম আইভি
প্রতি ১২ ঘন্টায়
১০ দিন
মাঝারি থেকে তীব্র সাধারন ত্বক ও কোমল কলার সংক্রমণ
২ গ্রাম আইভি
প্রতি ১২ ঘন্টায়
১০দিন
জটিল ধরণের ইন্ট্রাএবডমিনাল সংক্রমন
২ গ্রাম আইভি
প্রতি ১২ ঘন্টায়
৭-১০ দিন

শিশুদের ক্ষেত্রে মাত্রা (২ মাস থেকে ১৬ বছর): শিশুদের ক্ষেত্রে মাত্রা বয়স্কদের মাত্রা অতিক্রম করা উচিৎ নয়। ৪০ কেজি ওজনের শিশুর সাধারন এবং জটিল মূত্র নালীর সংক্রমণ (পাইলোনেফ্রাইটিস), সাধারন ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ এবং নিউমোনিয়ার ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচ্ছে ৫০ মি.গ্রা./কেজি/দিন প্রতি ১২ ঘন্টায়, নিট্রোপেনিক রোগীর ক্ষেত্রে ৫০ মি.গ্রা./কেজি/দিন প্রতি ৮ ঘন্টায় এবং চিকিৎসাকাল উপরের ছকে দেয়া সময় অনুযায়ী।



প্রতিনির্দেশনা : যারা সেফিপাইম অথবা সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়োটিক, পেনিসিলিন এবং অন্য বেটালেকটাম এন্টিবায়টিক এর প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : এনসেফালোপেথি, মায়োকোনাস এবং সিজার।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : সেফিপাইম এর সাথে উচ্চ মাত্রায় এ্যামাইনো গ্লুাইকোসাইড জাতীয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে রোগীর বৃক্কীয় কার্যকারীতা মনিটর করা উচিৎ কারন এক্ষেত্রে বৃক্কের বিষক্রিয়া (নেফ্রোটক্সিসিটি) বা অটোটক্সিসিটি বৃদ্ধি পেতে পারে।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার : প্রেগনেন্সি ক্যাটাগরী বি। সেফিপাইম অতি অল্প মাত্রায় মাতৃদুগ্ধে নিঃসৃত হয় (০.৫ মাইক্রো গ্রাম/মি.লি.) তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top