Cinnarizine 15mg

Anonymous
0
Ingredients:  Cinnarizine 15mg Tablet

Instructions: Obstructive diseases of the brain's blood circulation: For example-
a) Symptoms caused by contraction or obstruction of the blood vessels of the brain;
B) Different symptoms caused due to head injury;
C) Next symptoms of stroke;
D) Migraine. Peripheral blood circulation disorders: such as: Preventing blood clotting and prevention of blood supply: For example, gangrene, night sweat, palpitations of hands and feet, coldness, fatigue caused by varicose and imbalance symptoms.

Dimensions and Usage Rules: Cinnarizine 15mg to 30mg 3 times a day

Warnings and in which cases can not be used: Very sensitive to synergins.

Side effects: Sleep disorders and digestive disorders can be very rare.

Use during pregnancy and breastfeeding: Its use during pregnancy is not recommended.

উপাদান : সিনারিজিন ১৫ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত রোগ সমূহ : যেমন- ক) মস্তিষ্কের রক্তবাহী নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ; খ) মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গ সমূহ; গ) স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ; ঘ) মাইগ্রেন। পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ : যেমন- রক্তনালীর সংকোচন ও রক্ত সরবরাহের প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ : যেমন- গ্যাংগ্রিন পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত ও ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গসমূহ।

মাত্রা ও ব্যবহার বিধি : ১৫ থেকে ৩০ মি.গ্রা. দিনে ৩ বার সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : সিনারিজিন এর প্রতি অতি সংবেদনশীলতা।

পার্শ্ব প্রতিক্রিয়া : ঘুম ঘুম ভাব ও পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা অত্যন্ত বিরল ক্ষেত্রে হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এর ব্যবহার সুপারিশকৃত নয়।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top