Ingredients: clobazam 10 mg. Tablet
Instructions: Use of anxiety, anxiety, irritable mood, unrest, epilepsy, fear, depression, and sleep disorders.
Dimensions and Usage Rules: For Adults: 2-3 tablets (20-30 mg) of split doses or unit sleep time.
For children: (up to 3 years): Seventh level of adult consumption level.
Warnings and in which cases can not be used: Benzodiazepines should not be used in extreme sensitivity, respiratory failure, severe pulmonary insufficiency, and unchanging bronal abortions. Regarding the treatment of liver and cardiovascular diseases, it should generally be used with caution.
Side effects: Zigzag, Ataxia, Obesity, Confusion and Dizziness. They usually go away during treatment, rarely face dryness, headache, over-sensitivity and respiratory failure.
Response with other drugs: Increases the concentration of clove zamas significantly in alcohol syrup. If used with sleeping medicines and sleeping pills, its side effects, especially the thorn and nausea, increase
উপাদান : ক্লোবাজাম ১০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : দুশ্চিন্তা, উদ্বেগ, খিটখিটে মেজাজ, অস্থিরতা, মৃগী রোগ, ভীতি, বিষন্নড়বতা ও ঘুমের বিভিন্ন অসুবিধায় ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্কদের জন্য: ২-৩ টি ট্যাবলেট (২০-৩০ মি.গ্রা.) বিভক্ত মাত্রায় অথবা একক মাত্র ঘুমানোর সময় সেব্য। শিশুদের জন্য : (৩ বৎসরের উর্ধে): প্রাপ্ত বয়স্ক সেবন মাত্রার অর্ধেক মাত্রায় সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : বেনজোডায়াজেপিন-এর প্রতি অতি সংবেদনশীলতা, শ্বাসতন্ত্রের অবনমন, তীব্র পালমোনারী অপর্যাপ্ততা ও অপরিবর্তনীয় ব্রঙ্কীয়াল অবষ্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। যকৃত ও রেচনতন্ত্রের রোগের ক্ষেত্রে সাধারণত সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : ঝিমুনি, এটাক্সিয়া, অবসাদ, বিভ্রান্তি ও মাথা ঘোরা। এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায়, বিরল ক্ষেত্রে মুখ শুকনো থাকা, মাথা ব্যথা, অতিসংবেদনশীলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এলকোহল সিরামে ক্লোবাজামের ঘনত্ব উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে। ঘুমের ওষুধ ও ঘুম ঘুম ভাব তৈরী করে এমন ওষুধের সাথে ব্যবহার করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে কান্তি ও তন্দ্রাচ্ছন্নড়বতা বৃদ্ধি পায়।
Thanks for yuor comment.