Material: dicycloverine Hydrochloride. 10 mg Tablets and 10 mg / 5 ml Syrup Instructions: Spasms of digestion, stomach pain, diarrhea and disentry.
Dimensions and usage rules: Adult: 10-20 mg. Sebi is divided into 3-4 divisions. Children: For children above 6 months of age - 5-10 mg 3 times a day.
Warnings and those that can not be used: Autonomic Neuropathy, Liver or Adult Disease, Alzertial Colitis, Coronary Heart Disease, Congestive Heart Failure, Cardiac Tactidia, Known or Potential Prostatic Hypertrophy should be used with caution. Repeated use of highly sensitive patients for dicycloverine.
Side effect: insomnia, headache, weakness, embarrassment, increased eye pressure, pimple disorder, chest rash etc.
Use during pregnancy and breastfeeding: Pregnancy category 'B'. It should be used only during pregnancy if considered very necessary. It is inappropriate to use breastfeeding mothers.
উপাদান : ডাইসাইক্লোভেরিন হাইড্রোক্লোরাইড। ১০ মি.গ্রা. ট্যাবলেট ও ১০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ। নির্দেশনা : পরিপাকতন্ত্রের স্পাজম, পেটের শূলবেদনা, ডায়রিয়া ও ডিসেন্ট্রি।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্ক : ১০-২০ মি.গ্রা. দিনে ৩-৪ টি বিভক্ত মাত্রায় সেব্য। শিশু : ৬ মাস বয়সের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে - ৫-১০ মি.গ্রা. দিনে ৩ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অটোনোমিক নিউরোপ্যাথি, যকৃত বা বৃক্কের রোগ, আলসারেটিভ কোলাইটিস, করোনারী হার্ট ডিজিজ, কনজেস্টিভ হার্ট ফেইলিউর, কার্ডিয়াক ট্যাকিরিদ্মিয়া, জ্ঞাত অথবা সম্ভাব্য প্রোস্টেটিক হাইপারট্রফি প্রভৃতি ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। ডাইসাইক্লোভেরিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহারে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : অনিদ্রা, মাথা ব্যথা, দুর্বলতা, হতবুদ্ধি, চোখের চাপ বৃদ্ধি, প্রস্রাবের দ্বিধাগ্রস্ততা, বুক ধড়ফড় করা ইত্যাদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগন্যান্সি ক্যাটাগরি ‘বি’। অতীব প্রয়োজনীয় বিবেচিত হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা অনুচিত।
Thanks for yuor comment.