Lomefloxacine

Anonymous
0
Ingredients: Lomefloxacine 400 mg. Tablet

Instructions: Directed in the treatment of sedative and infections of the urinary tract. In addition to tranceurthral surgery as well as preventative disease.

Dimensions and usage rules: 1 tablet per day, 10 to 14 days.

Warning and can not be used: Lomfephaxacin should not be used if it is highly susceptible to loffexacin or any quinolone group. Safe and effective use of loffexacin in children and adults under the age of 18 has not been established. Drink plenty of water.

Side effect: nausea, headache, light sensitivity, diarrhea and diarrhea.

Response with other drugs: antacid, succellate, probabenase and warfarin.

Use during pregnancy and breastfeeding: Pregnant women have no adequate and well-informed information to use. There is still no known about the excretion of luffefoxacin with breast milk.

উপাদান : লোমেফ্লক্সাসিন ৪০০ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : নিম্নশ্বাসনালী এবং মূত্র নালীর সংক্রামক ব্যধির চিকিৎসায় নির্দেশিত। এ ছাড়া ট্রান্সইউরেথ্রাল অস্ত্রোপচার এর পূর্বে রোগ প্রতিরোধক হিসেবে।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রতিদিন ১টি করে ট্যাবলেট, ১০ থেকে ১৪ দিন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : লোমেফ্লক্সাসিন অথবা যে কোন কুইনোলোন গ্রুপের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে লোমেফ্লক্সাসিন ব্যবহার করা উচিৎ নয়। ১৮ বছরের নীচে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে লোমেফ্লক্সাসিন এর নিরাপদ এবং ফলপ্রদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। প্রচুর পরিমানে পানি খেতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : বমি বমি ভাব, মাথা ব্যথা, আলো সংবেদনশীলতা, মাথাঘোরা এবং ডায়রিয়া।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এন্টাসিড, সুকরালফেট, প্রোবেনেসিড এবং ওয়ারফারিন।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। বুকের দুধের সাথে লোমেফ্লক্সাসিনের নির্গমণ সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top