Moxifloxacin I/V

Anonymous
0
Material: Moxifloxacin 400 Iv: 250mL In microbial vaccination, the microfluciasis is 400 mg. As the mxflexacin hydrochloride BP.

Instructions: Moxifaxacin-directed following episodes of sensitive germs that can cause infections in adults (age 18 years) -Obuke bacterial sinusitis -Oakuit Bacterial Execution of Chronic Bronchitis Community Aquaria pneumonia - Infections in skin and skin formulas: Complex and agile intra-abdominal infections

Dimension and Usage: Mexifaxacin levels are 1 times 400 mg (Face or HIV infusion), the duration of treatment is dependent on the type of infection which is indicated in the following chart Acute Bacterial Signusitis 400 mg 10 days Acute bacterial infection Of chronic bronchitis 400 mg 5 days Community Aquaid Pneumonia 400 mg 7 - 14 days Ingenious skin And infection in skin formation 400 mg 7 days Complex skin And infection in skin formation 400 mg 7 - 21 days Complicated intra-abdominal infections 400 mg 5 - 14 days For medical treatment of moxifloxacin 400 Ivy, you have to apply slowly for 60 minutes. Can not apply more quantity or faster together.

Use during pregnancy and breastfeeding: Pregnancy category-C Since pregnant women do not have adequate and well-trained studies, the use of moxiflaxacin should not be used if it is not more beneficial than damaging the embryo and the mother.

 children's case: Safety and efficacy of this drug has not yet been established for children and children under 18 years of age.

 In the case of adults: Fluoroquinolone (eg, moxifloxacin) increases the risk of developing severe penile complication for elderly patients, even if tendons may be broken. The risks of those patients who are taking corticosteroids along with moxifloxacin also increase the risk.

Side effects: Some side effects may be seen in the treatment of moxiflaxacin (in case of oral use or on the same side as well as in applying). Common side effects (1%) include headache, vomiting, diarrhea, constipation, stomach aches, lethargy and nausea. In some cases (0.1 to <1%) lack of white blood cell in the blood, palpitations, abnormal growth of heart beat, decrease of heart rate, dizziness, tinnitus (sounds in ears that others may hear), dry mouth, stomach inflammation , Edema, illness, excessive blood glucose, hunger, excess blood lipids, lack of glucose in the blood, water shortage, back pain, joint pain etc.
Consequences: Moxiflaxacin in the case of hyper-sensitive patients in moxifloxacin or other quinolones.

উপাদান : মক্সিফ্লক্সাসিন ৪০০ আইভি: ২৫০ মি.লি. জীবাণুমুক্ত সলিউশনে আছে মক্সিফ্লক্সাসিন ৪০০ মি.গ্রা. মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে।

 নির্দেশনা: প্রাপ্ত বয়স্ক (ক্ত ১৮ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণ ঘটাতে পারে এমন সংবেদনশীল জীবাণুগুলোর মাধ্যমে সংঘঠিত নিম্নলিখিত উপসর্গে মক্সিফক্সাসিন নির্দেশিত-
-অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনুসাইটিস
-অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রণিক ব্রঙ্কাইটিস
- কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া
- ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ: জটিল ও অজটিল ইন্ট্রা-এবডোমিনাল সংক্রমণ

মাত্রা ও ব্যবহারবিধি : মক্সিফক্সাসিন এর মাত্রা দিনে ১ বার ৪০০ মি.গ্রা. (মুখে সেব্য অথবা আই ভি ইনফিউশন), চিকিৎসার সময়কাল ইনফেকশনের ধরনের উপর নির্ভরশীল যা নিম্নলিখিত ছকে নির্দেশিত

অ্যাকিউট ব্যাকটেরিয়াল
সাইনুসাইটিস
৪০০ মি.গ্রা.
১০ দিন
অ্যাকিউট ব্যাকটেরিয়াল infection
 অফ ক্রণিক ব্রঙ্কাইটিস
৪০০ মি.গ্রা.
৫ দিন
কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া
৪০০ মি.গ্রা.
৭ - ১৪ দিন
অজটিল ত্বক
ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ
৪০০ মি.গ্রা.
৭ দিন
জটিল ত্বক
ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ
৪০০ মি.গ্রা.
৭ - ২১ দিন
জটিল ইন্ট্রা- এবডোমিনাল সংক্রমণ
৪০০ মি.গ্রা.
৫ - ১৪ দিন


মক্সিফ্লক্সাসিন ৪০০ আইভি শিরাপথে চিকিৎসার ক্ষেত্রে ধীরে ধীরে ৬০ মিনিট ধরে প্রয়োগ করতে হবে। একসাথে অধিক পরিমাণ অথবা দ্রুত প্রয়োগ করা যাবে না।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগন্যান্সি ক্যাটাগরি -সি । যেহেতু গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা চালানো হয়নি, ভ্রুণ ও মায়ের উপর ক্ষতির চেয়ে উপকার বেশি না হলে মক্সিফ্লক্সাসিন ব্যবহার করা উচিত নয়।
শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে এবং ১৮ বছর বয়সের নিচের কিশোরদের ক্ষেত্রে এ ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।
বয়স্কদের ক্ষেত্রে: ফ্লুরোকুইনোলোন (যেমন- মক্সিফ্লক্সাসিন) সেবনে বয়স্ক রোগীদের ক্ষেত্রে টেন্ডন সংক্রান্ত তীব্র জটিলতা তৈরির ঝুঁকি বৃদ্ধি পায় এমনকি টেন্ডন ছিড়েও যেতে পারে। যে সকল রোগী মক্সিফ্লক্সাসিনের সাথে সাথে কর্টিকোস্টেরয়েডও সেবন করেন তাদের ক্ষেত্রে এ ঝুঁকি আরো বৃদ্ধি পায়।

পার্শ্ব প্রতিক্রিয়া : মক্সিফ্লক্সাসিন (মুখে সেব্য বা শিরাপথে ব্যবহার অথবা একই সাথে প্রয়োগের ক্ষেত্রে) চিকিৎসায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার (১%) মধ্যে রয়েছে মাথাধরা, বমি, ডায়রিয়া, কোষ্টকাঠিন্য, পেট ব্যথা, ঝিমুনিভাব এবং নির্ঘুম। কিছু ক্ষেত্রে (০.১ থেকে <১%) রক্তে শ্বেত রক্ত কনিকার অভাব, বুক ধড়ফড় করা, হৃদ স্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি, হৃদস্পন্দনের হ্রাস, মাথা ঘোরা, টিনিটাস (কানের মধ্যে শব্দ হওয়া যা অন্যেরাও শুনতে পায়), মুখ শুষ্ক হওয়া, পাকস্থলী প্রদাহ, ইডিমা, অসুস্থতাবোধ, রক্তে গ্লুকোজের আধিক্য, ক্ষুধামন্দা, রক্তে লিপিডের আধিক্য, রক্তে গ্লুকোজের স্বল্পতা, পানি স্বল্পতা, পিঠে ব্যথা, সন্ধিতে ব্যথা ইত্যাদি।

প্রতিনির্দেশনা : মক্সিফ্লক্সাসিন বা অন্যান্য কুইনোলনে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন প্রতিনির্দেশিত।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top