Nystatine 100,000 units

Anonymous
0
Material: Nystatine 100,000 units / ml. Suspension.

Instructions: Candidiasis.

Dimensions and Usage Rules: 1ml The suspension will oral inside candidia infected area  four times a day.

Warning and in which cases can not be used: The use of sensitive components for any of the components is inappropriate. Systemic microscopy can not be used in treatment.

Side effects: May cause nausea, vomiting and diarrhea. Articaria is less visible with skin red.

Response to other drugs: The reaction with other drugs is still unknown.

Use during pregnancy and breastfeeding: preservation during pregnancy will be given only when the potential benefits exceeds the potential risk. Care should be taken to give prescription to women in dairy farming.

উপাদান : নিসট্যাটিন ১,০০,০০০ ইউনিট/মি.লি. সাসপেনশন।

নির্দেশনা : ক্যানডিডিয়াসিস।

মাত্রা ও ব্যবহার বিধি : ১ মি.লি. সাসপেনশন দিনে চার বার মুখে দিতে হবে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী। সিস্টেমিক মাইকোসিস চিকিৎসায় ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া হতে পারে। ত্বক লাল হওয়া সহ  আর্টিকেরিয়া কম দেখা যায়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে এখনও জানা যায়নি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ব্যবহারের ব্যবস্থাপত্র তখনই দেয়া হবে যখন সম্ভাবনাময় সুফল, সম্ভাব্য ঝুঁকিকে ছাড়িয়ে যাবে। দুগ্ধদানরত মহিলাদের ক্ষেত্রে ব্যবস্থাপত্র দেয়ায় সাবধানতা অবলম্বন করতে হবে।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top