Material: There are zinc oxide 400g in every mg ointment.
Instructions: The use of diapers of children is useful in the treatment of rashes and prevention of zinc oxide. It develops resistant enclosures to prevent skin irritation or burns. Zinc oxide is very easy to be fitted and removed and does not harm children on any type of skin.
Dimensions and Usage Rules: Take a quick and dirty diaper. Dry the child to dry the diapers to dry. Zinc oxide appointment can be used as often as needed. The use of zygotic oxide before the use of diapers during sleep modification, sleeping time, and long-term remedies.
Side effects: No side-effects of this use are yet to be known.
WARNINGS AND CONDITIONS WHICH CAN NOT BE USED: Be careful not to touch eye contact for outdoor use only. If you do not get any improvement after using medicines for 7 days, consult a doctor because it may be a symptom of another disease. Keep children out of reach. If a child eats it, consult a doctor immediately.
উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে জিংক অক্সাইড ৪০০ গ্রাম।
নির্দেশনা : শিশুদের ডায়পার ব্যবহার এর কারনে সৃষ্ট ফুসকুড়ির চিকিৎসা ও প্রতিরোধের জন্য জিংক অক্সাইড উপযোগী। এটি চামড়ায় চুলকানি বা জ্বালাপোড়ার হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধক বেষ্টনি গড়ে তোলে। জিংক অক্সাইড খুব সহজে লাগানো ও মুছে ফেলা যায় এবং শিশুদের ত্বকে কোন প্রকার ক্ষতি করে না।
মাত্রা ও ব্যবহার বিধি : ভেজা ও নোংরা ডায়পার দ্রুত খুলে ফেলুন। শিশুকে পরিষ্কার করে ডায়পার পরানোর জায়গা টুকু শুকিয়ে নিন। জিংক অক্সাইড অয়েন্টমেন্ট যতবার প্রয়োজন ব্যবহার করা যায়। প্রতিকার ডায়পার পরিবর্তনের সময়, ঘুমানোর সময় এবং লম্বা সময় ধরে ডায়পার ব্যবহার এর পূর্বে জিংক অক্সাইড ব্যবহার করা ভাল।
পার্শ্ব প্রতিক্রিয়া : এটি ব্যবহারের কোন পার্শ্ব-প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
সর্তকতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : ইহা শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য চোখের সংস্পর্শে যেন না আসে সে ব্যাপারে সতর্ক থাকুন। ৭ দিন ওষুধটি ব্যবহারের পরও কোন উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নিন কেননা এটি অন্য কোন রোগের লক্ষনও হতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন। কোন শিশু এটি খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
Thanks for yuor comment.