Ingredients: There are 0.4% nitroglycerin USP in every gm ointment.
Instructions: Long-term fissure pain of anus is useful for healing.
Dimensions and Usage Rules: 0.4% of nitroglycerin should be used in the pedestal with the appointment of an appointment. The appointment is at least 1 cm Insert it inside. Each dose should be used after 12 hours. Treatment can be done until the pain is reduced, or up to a maximum of 8 weeks.
Side effect: 0.4% of nitroglycerin may cause headache and head rot in the appointment. This can reduce the control of the anus and reduce the stomach (although it is less likely to occur).
Warnings and in which cases can not be used: In case of severe liver and kidney diseases, use this appointment should be careful. This should not be used in all areas of extra blood pressure, glaucoma, low blood pressure, excess stress in the brain.
Use in special cases: 0.4% of nitroglycerin should not be used for pregnant and breastfeeding mothers. This appointment can not be used in children and adolescents under the age of 18. /////
উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্ট-এ আছে ০.৪% নাইট্রোগ্লিসারিন ইউ এস পি।
নির্দেশনা : মলদ্বারের দীর্ঘমেয়াদী ফিসারের ব্যথা নিরাময়ের জন্য ব্যবহারযোগ্য।
মাত্রা ও ব্যবহার বিধি : নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট এপিকেটরের সাহায্যে পায়ুপথের ভেতরে ব্যবহার করতে হবে। অয়েন্টমেন্টটি কমপক্ষে ১ সে.মি. ভেতরে প্রবেশ করাতে হবে। এর প্রতিটি ডোজ ১২ ঘন্টা পর পর ব্যবহার করতে হবে। ব্যথা না কমা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া : নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট ব্যবহারে মাথা ব্যথা ও মাথা ঘোরানো হতে পারে। এটি ব্যবহারে মলদ্বায়ের উপর নিয়ন্ত্রন কমে যেতে পারে এবং ব্যবহারকারীর অজ্ঞাতে মল বেরিয়ে আসতে পারে (যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম)।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : যকৃত ও কিডনির মারাত্মক রোগে আক্রান্তদের ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহারে সাবধান থাকতে হবে। অতিরিক্ত রক্তশূণ্যতা, গ্লুকোমা, নিম্ন রক্তচাপ, মস্তিষ্কের ভিতর অতিরিক্ত চাপ এ সকল ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত নয়।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার : গর্ভাবস্থায় ও স্তন্য দানকারী মায়েদের নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত নয়। ১৮ বছরের কম বয়সের শিশু ও কিশোরের ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে না।
Thanks for yuor comment.