Tiemonium Methylsulphate, টাইমোনিয়াম মিথাইলসালফেট

0
Drugs club
Material: On tablets, Tiemonium Methylsulphate INN 50 mg.
Injection: every 2 ml Empires have tiemonium methylSalphate innn5
Mr ..
 Syrup: 5 ml per acre Syrape contains timonium methylSalphate INN 10 mg.

Instructions: Tiemonium Methylsulphate is an antispasmodic drug. It relaxes the digestive system, the delivery system, the urinary and muscular muscular contractions. It is directed at gastroenteritis, diarrhea, disentry, bleeding, bleaching, endocritis, calliseptitis, colonopathy, cystitis and spasmodic disorders.

Dosage: Tiemonium Methylsulphate Tablet: 2-6 tablets (100-300 mg) will be eaten in daily split levels.
Tiemonium Methylsulphate injection: 1 ammol (5 mg) will be applied slowly on the intramuscular or intravenous route 3 times a day.
Timonium methylSalphate syrup: Children: Daily 3mg for physical weight per kg - 6 mg Or 1.5 ml - 3 ml By three split levels.
Adult: Daily 30mg - 90mg Or 15 ml - 45 wg.wj. 3 times or according to the doctor's advice.

Reaction with other drugs: It can not be used with other medicines except for the advice of the doctor.

Use during pregnancy: Can be used if the mother is more likely to benefit from the loss of the embryo.

Use for dairy-based mothers: If you are more likely to benefit from a mother than an embryo, it can be used.

Side-reaction: There are obviously very small side-effects.

Interrelationship: Tiemonium Methylsulphate can not be used in patients with glaucoma patients and patients who have acute eye pens as well as eye sight problems. It can not be used for those with prostate or urinary bleed abnormalities.

উপাদান : ট্যাবলেটে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫০ মি.গ্রা.।
ইঞ্জেক্‌শন: প্রতি ২ মি.লি. এ্যাম্পুলে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫
মি.গ্রা.।
 সিরাপ: প্রতি ৫ মি.লি. সিরাপে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ১০ মি.গ্রা.।

নির্দেশনা : টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি এন্টিস্পাজমোডিক ঔষধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারী সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, এন্টারোকোলাইটিস, কলিসিস্টাইটিস, কোলোনোপ্যাথী, সিসটাইটিস এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি : টাইমোনিয়াম মিথাইলসালফেট ট্যাবলেট: ২-৬ টি ট্যাবলেট (১০০-৩০০ মি.গ্রা.) দৈনিক বিভক্ত মাত্রায় মুখে খেতে হবে।
টাইমোনিয়াম মিথাইলসালফেট ইঞ্জেক্‌শন: ১ টি করে এ্যাম্পুল (৫ মি.গ্রা.) দিনে ৩ বার ইনট্রামাসকুলার অথবা ইনট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে।
টাইমোনিয়াম মিথাইলসালফেট সিরাপ: শিশু: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ৩ মি.গ্রা. - ৬ মি.গ্রা. অথবা ১.৫ মি.লি. - ৩ মি.লি. করে ৩ টি বিভক্ত মাত্রায়।
প্রাপ্ত বয়ষ্ক: দৈনিক ৩০ মি.গ্রা. - ৯০ মি.গ্রা. অথবা ১৫ মি.লি. - ৪৫ wg.wj. করে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য ওষুধের সাথে ইহা ব্যবহার করা যাবে না।

গর্ভাবস্থায় ব্যবহার : ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার : ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

পার্শ্ব - প্রতিক্রিয়া : স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব- প্রতিক্রিয়া দেখা যায়।

প্রতিনির্দেশনা : টাইমোনিয়াম মিথাইলসালফেট গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর একিউট আইবল পেইন ও সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোষ্টেট অথবা ইউরিনারী ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।

Post a Comment

0 Comments

Thanks for yuor comment.

Post a Comment (0)
To Top